তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কুষ্টিয়ায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রবিবার সকাল ৬টা থেকে জেলার সকল রুটে একযোগে এই ধর্মঘট শুরু হয়। জেলার পরিহবন মালিক সংগঠনগুলোও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।
এদিকে, ধর্মঘটের কারণে কুষ্টিয়া থেকে কোনো রুটে বাস ও ট্রাক ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এর আগে, কুষ্টিয়ার বটতৈল এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধারের পর র্যাব সদস্যরা ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে। শনিবার সকালে কুষ্টয়ার র্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ওই শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ থেকে জেলার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিহন সংগঠনগুলো।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ