জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার হরতালের ডাক দিয়েছে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এছাড়া পরদিন মঙ্গলবার থেকে টানা ৩ দিনের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ তারা এসব কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে ঘেরাও কর্মসূচি পালনের লক্ষ্যে সকাল থেকে উপজেলা পরিষদের সামনে লোকজন জড়ো হয়ে জেলা পরিষদের দিকে যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। পরে উপজেলা পরিষদের সামনেই এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সোমবার খাগড়াছড়ি পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল। পরদিন মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩ দিন সড়ক অবরোধ পালনের ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, সদস্য সচিব পৌর মেয়র মো:রফিকুল আলম। এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিস্থিতি মোকাবেলায় শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও গাড়িযোগে টহল দিচ্ছে।
অপরদিকে জেলা পরিষদ মিলনায়তনে পরিষদ চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী এক প্রেস বিফ্রিং-এ বলেন, আমরা কোনো দুর্নীতি করি নাই। শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা যথা নিয়মেই অনুষ্ঠিত হবে। তিনি ঘেরাও কর্মসূচি আহ্বানকারীদের নিন্দা জানান। এ সময় জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহর জুড়ে মানুষের মধ্যে নানা আতঙ্ক ও টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল