নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (আজ) রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মাহবুবুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রুহুল আমিন মাষ্টার, কামাল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চাকরি জাতীয়করণের দাবি জানান। মানববন্ধনে জেলার ৫টি উপজেলার প্রায় ২ শতাধিক শিক্ষক অংশ নেন।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ