দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ীর একটি গলি থেকে জালাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জালাল উদ্দীন সদর উপজেলার চাঁদগঞ্জ (রুদ্রপুর) গ্রামের মৃত সোলেমান মাস্টারের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই বাবুল হোসেন জানান, সকালে এলাকাবাসী ওই গলিতে ড্রেনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতয়ালী থানার ওসি রেদোযানুর রহিম লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব