ঝিনাইদহে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামী বিপ্লব বিশ্বাসকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শরিফুল বিশ্বাসে ছেলে। সে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এলাকায় চাঁদবাজি,সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানান,সদর উপজেলর মগরখালি গ্রামের জাফর হোসেনকে এক পা কর্তন ও পিটিয়ে মারাত্বক আহত করে বিপ্লব। এঘটনায় আহতের পিতা ইসহাক হোসেন বাদী হয়ে ঝিনাইদহ সদরে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় সন্ত্রাসী বিপ্লবের ৩ বৎসরের সাজা হয়। এরপর থেকে সে পলাতক জীবন-যাপন করে আসছিল। রবিবার শহরের হাটের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৫টি মামলার রয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান