মিয়ানমারে মুসলমানদের বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ, শিশু হত্যা, অগ্নিসংযোগ ও জাতিগত নির্মূলের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ (এফএনবি) গাংনী উপজেলা শাখার উদ্যোগে গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) গাংনী উপজেলা শাখার সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, ব্র্যাক-এর ব্যবস্থাপক মোশাররফ হোসেন, পিএসকেএস-এর প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম, প্রোগ্রাম সমন্বয়কারী কামরুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়কারী ফারহানা ইয়াসমিনসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব