বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি অাব্দুর রশিদের কুষ্টিয়া চালের মিলে অভিযান চালিয়েছে বাজার মনিটরিং টিম। রবিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত রশিদ এগ্রো ফুড মিলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, নিয়মিত বাজার মনিটরের অংশ হিসেবে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি অাব্দুর রশিদের চালকলে এ অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, সম্প্রতি দেশের বাজারে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকদের দায়ী করে মন্ত্রণালয়ে তদন্ত রির্পোট দেন গোয়িন্দা সংস্থার একটি টিম। এরপর দেশের বিভিন্ন সংবাদপত্রে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। এরই ভিত্তিতে গত কয়েকদিন অাগে কুষ্টিয়া জেলা টাস্কফোর্স টিম বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি অাব্দুর রশিদের কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত রশিদ এগ্রো ফুডের গোডাউনে অভিযান চালায়। এ সময় অভিযানে গোডাউনে অতিরিক্ত ধান মজুদের প্রমাণ মেলায় তাকে ভ্রাম্যমাণ অাদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে সর্তক করা হয়। এরই প্রেক্ষিতে অাজ রবিবার বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুনরায় রশিদ এগ্রো ফুডে অভিযান চালায় বাজার মনিটরিং টিম।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব