পটুয়াখালীর কলাপাড়ায় টর্নেডোর ছোবলে একটি এনজিও অফিস, দুইটি দোকান ও চারটি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এর মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন অফিস, জাকির খানের অটোচার্জের দোকান এবং শাহজালাল বয়াতির বাসস্থান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া নাজমুল গাজী ও জলিল বয়াতির বসতঘর এবং এরশাদুলের গ্যারেজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী স্টেশনে দক্ষিণ দিকে প্রায় দেড় মিনিটব্যাপী টর্নেডোর তাণ্ডবে এসব মানুষের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয় চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপুল চন্দ্র দাস জানান, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত