বগুড়ায় আকস্মিক ঝড় বয়ে গেছে। বগুড়া জেলা শহর ছাড়াও, সারিয়াকান্দি, গাবতলী উপজেলার দিয়ে প্রচন্ডণ্ড গতিতে বাতাসের সাথে বৃষ্টি ঝরতে দেখা যায়। তিন থেকে চার মিনিটের এই ঝড়ে সারিয়াকান্দি উপজেলায় গাছপালার সাথে কমপক্ষে ১০টি বিাড়ির টিনের চালা লণ্ডভণ্ড হয়েছে। সারিয়াকান্দি ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এ্যান্ড কলেজের ২টি শ্রেণী কক্ষের টিনের চাল উড়ে গেছে। এসময় ক্লাস বিরতি (টিফিন) থাকায় শিক্ষার্থীদের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রবিবার দুপুরের এই ঝড়ে দুটি শ্রেণিকক্ষের ছয়টি বৈদ্যুতিক পাখাসহ আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোকছেদুল আলম জানান, দুটি শ্রেণি কক্ষের ছাউনি টিনগুলি বাতাসের দাপটে দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। শ্রেণি কক্ষ দুটি জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে শিক্ষার্থীদের পাঠদানে চরম অসুবিধা হবে।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম, সদস্য তহসিন আলী, সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত ক্ষতিগ্রস্ত কক্ষ দুটি মেরামত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব