নীলফামারীর সৈয়দপুরে রবিবার রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পুলিশ জানায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের চালক ও সহকারী ট্রাকটির যান্ত্রিক ত্রুটি মেরামত করার সময় পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে উভয় ট্রাকই ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও তাঁর সহকারী এবং ধাক্কা দেওয়া অপর ট্রাকের সহকারীসহ তিনজন নিহত হন।
এদের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও তার সহকারী পরিচয় পাওয়া গেলেও অপর ট্রাকের নিহত সহকারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে চালক দুলাল হোসেনর বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের এবং তার সহকারী আতিকুর রহমানের বাড়ি ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামে বলে জানান সৈয়দপুর থানার পরির্দশক আমিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ