পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার অনিয়ম দুর্নীতি, অব্যবস্থাপনা রোধকল্পে ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বানে এ হরতাল পালন করা হচ্ছে।
হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার ও জেলা সদরে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। দোকান-পাট বন্ধ রয়েছে। সকালে পিকেটাররা চেঙ্গী স্কয়ারমোড় ও বায়তুশ শরফ সড়কে হরতালের সমর্থনে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা হরতালের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে।
পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আজকের হরতালের পরে একই কমিটি ৩ দিনের অবরোধ কর্মসূচিও পালন করবে বলে জানিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩ দিন সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল