রাজবাড়ীতে রেল স্টেশন সংলগ্ন হাজী ফ্লাওয়ার মিলের পাশের পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মো. কাওসার হোসেন জানান, সকালে এলাকার কয়েকজন নারী পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় লাশ দেখে সবাইকে খবর দেন।
এদিকে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরনে একটি লাল শার্ট ও নিচের অংশ নগ্ন ছিল। তবে লাশের নাকে-মুখে রক্ত দেখা গেছে ও অন্ডোকোষ ফুলে গেছে।
এছাড়া রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো. আছাদুজ্জামান জানান, লাশটির পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ