পাবনার ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ১ নম্বর পিলারের নিচ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার পুলিশ কন্ট্রোলরুম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেছে, নিহত যুবকের পরণে প্যান্ট ও কালো রঙের গেঞ্জি আছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খুন করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল