নীলফামারীর কিশোরগঞ্জ-পাগলীপুরের ভিন্নজগত সড়কে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মশিউর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ির শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কিশোরগঞ্জ শহরে যাচ্ছিলেন মশিউর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল