লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ মো. নাসির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। (আজ) সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত নাসির নোয়াখালীর চাটখিলের মাহদেবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ