মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ, শিশু হত্যা, অগ্নিসংযোগ ও জাতিগত নিধনের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভালুকা বাসট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্জীবন’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’। সঞ্জীবন‘র সভাপতি হাবিবুর রহমান শান্ত ও সাধারণ সম্পাদক হাছিবুল হাসানের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাব ও ভালুকা নাট্যগোষ্ঠীর সভাপতি কামরুজ্জামান মানিক, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুরভি সংস্কৃতিক সংস্থার সভাপতি এস.এম. শাহজাহান সেলিম, অভ্যুদয় সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক ডাঃ মো. রেজাউল করিম অপু, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা ইফতেখার আহাম্মেদ সুজন, রিংকু দত্ত, পলাশ সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল