নাটোরে গৃহবধূ হাসনা হেনাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলার গোয়ালডাঙ্গা-করোটা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এতে উপস্থিত ছিলেন, হেনার বাবা জয়নাল মুন্সি, মা মর্জিনা বেগম, ভাই নজরুল ইসলাম, ফারুক হোসেনসহ এলাকাবাসী। মানববন্ধন থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ হাসনা হেনার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উলেখ্য, গত ৩১ আগষ্ট রাতে শ্বশুড় বাড়িতে সাত মাসের অন্তঃসত্ত্বা হাসনা হেনার রহস্যজনক মৃত্যু হয়। হেনার স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করা হতো হেনাকে। মেয়ের সংসারের কথা চিন্তা করে ইতিমধ্যে যৌতুক হিসেবে জামাইকে একলাখ টাকা দেওয়া হয়েছে। মৃত্যুর আগে বিকালে করোটা গ্রামের শ্বশুরবাড়ি থেকে হেনা তার মাকে ফোন করে যৌতুকের দু’লাখ টাকার জন্য তাকে মারধর করা হচ্ছে বলে জানায়।
পরদিন সকালেই হেনার মৃত্যু সংবাদ পাওয়া যায়। টাকার জন্যই হেনাকে হত্যা করেছে তার স্বামী শরিফুল ইসলামসহ শ্বশুড়বাড়ির লোকজন। এই ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে জামাই শরিফুল ও তার মাসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে শরিফুল ইসলাম এবং তার মা সাহারা বেগম পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল