উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় জুহুরা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সৈয়দপাড়া তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল আমান বলেন, তালুকদার বাড়ির সামনে নাজিরহাট থেকে নগরমুখী একটি ট্রেন আসার সময় ধাক্কায় জুহুরা বেগম ঘটনাস্থলে মারা যান। ঘটনা তদন্ত করে রেলওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
জুহুরা বেগম ওই এলাকার ছুন্না মিয়া তালুকদার বাড়ির মো. শুক্কুরের স্ত্রী।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ