লক্ষীপুরের রামগঞ্জে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ মো. নাসির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির নোয়াখালীর চাটখিলের মাহদেবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭