পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কোন অশুভ শক্তি যেন অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। শুভ শক্তির বিজয় ও অশুভ শক্তিকে বিনাশ করতে হবে। নিজ নিজ ধর্মে উজ্জীবিত হয়ে সমাজ তথা দেশের মঙ্গল কামনা করে প্রার্থনা করতে হবে। এক শ্রেণির অশুভ শক্তি সাম্প্রদায়িক ধর্মীয় বিভেদ সৃষ্টির পায়তারা করছে। তাদের চিহ্নিত করে প্রশাসনের কাছে সোপর্দ করতে হবে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খানসামা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের সভাপতিত্বে উপজেলার রামকলা বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, নির্বিঘ্নে পূজা উৎসব পালনে সরকার সজাগ রয়েছে। গরীব ও অসহায় ব্যক্তির প্রতি সহমর্মিতা দেখাতে হবে। তাদের আপদ বিপদে পাশে দাড়াতে হবে। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে যার যার ধর্মে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক সফিউল আজম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতোয়ার হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবেশ বিশ্বাসসহ উপজেলার সকল সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী গত বৃহস্পতিবার রাতে চিরিরবন্দর উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে সকল পূজারীদের শারদীয় শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল