ময়মনসিংহের ভালুকায় প্রেমিকের সাথে অভিমান করে সাজেদা নামের এক কিশোরী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায়। ঘটনার পর থেকেই প্রেমিক আশরাফুল পলাতক রয়েছে।
ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম জানায়, হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ার ভারাটিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডুরা গ্রামের আঃ কাদিরের কিশোরী মেয়ে মিলের শ্রমিক সাজেদা আক্তারের (১৪) লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানান যাবে।
নিহতের মা রাজিয়া আক্তার জানান, আমার মেয়েকে মিথ্যা আশা দিয়ে তার সর্বানাশ করেছে জামালপুর জেলার আশরাফুল। তার সাথে আমার মেয়ের আনেক দিন যাবৎ সম্পর্ক সে আমার মেয়েকে বিয়ে করবে বলে পরে সে টালবাহানা শুরু করে তাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি আশরাফুলের ফাঁসি চাই।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর