বরিশাল নগরীর বেলতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রিয়াদের (৫) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১ কিলোমিটার দূরে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকা থেকে আজ সন্ধ্যা ৬টায় শিশুটি লাশ উদ্ধার করা হয়। শিশু রিয়াদ নগরীর পলাশপুর গুচ্ছগ্রামের বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে।
বরিশাল নৌ সার্ভিসের স্টেশন অফিসার মো. হানিফ জানান, কীর্তণখোলা নদীর অদুরে পলাশপুরে শিশু রিয়াদের পরিবার বসবাস করে। গত বৃহস্পতিবার দুপুরে রিয়াদ সমবয়সীদের সঙ্গে খেলার পর কীর্তণখোলা নদীর বেলতলা এলাকায় গোসল করতে নামে। এক পর্যায়ে শিশু রিয়াদ নিখোঁজ হয়। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশী করে। কিন্তু ওই স্থানে শিশুটির সন্ধান পায়নি। আজ সন্ধ্যা ৬টার দিকে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে রিয়াদের মরদেহ ভেসে ওঠে। পরে তারা তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল