পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে এক দুর্ঘটনায় হরিজন সম্প্রদায়ের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে পবনা-সুজানগরের সংযোগস্থল চরতারাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা হরিজন কলোনীর মৃত মনুয়ারের ছেলে রাজ ও সুজানগর উপজেলা পরিষদের পরিছন্নকর্মি মিলন ভুইমালীর ছেলে বাবু ভুইমালী (৩৬)।
পাবনার অতিরিক্ত পলিশ সুপার (ডিএসবি) শামীমা আকতার জানান, নিহতরা পাবনা থেকে মোটরসাইকেলযোগে সুজানগরে যাচ্ছিল। পথে চরতারাপুর নামকস্থানে পৌঁছালে পাবনাগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা মোটসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চলতি দুর্গা উৎসবে দুই বন্ধু সুজানগর যাচ্ছিল। বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের ধর্মীয় উৎসবের কারণে নেশাগ্রস্থ অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল