কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকা ডুবির একদনি পর নিখোঁজ লাল চান দাস (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি অষ্টগ্রামের কলমা গ্রামে। আজ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চন্ডিপুর হাওরে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর পূজা দেখতে পার্শ্ববর্তী চৌদন্ত গ্রামে গিয়েছিলেন তিনি। রাত ৮ টার দিকে একটি ছোট নৌকায় করে লাল চানসহ চারজন ফিরছিলেন। নৌকাটি গুচ্ছগ্রামের কাছে আসলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও লাল চানের খোঁজ মিলেনি।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল