চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকার সানম্যান রেল গেইটের কাছে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এএসআই ফারুক আহমেদ বলেন, রেল লাইনের পাশে লাশটি পড়ে ছিল। লোকটির পরণে লুঙ্গি ও চেক হাফ হাতা গেঞ্জি ছিল। ট্রেনে কাটা পড়ে লোকটি নিহত হয়েছে বলে আমাদের ধারণা। তবে কখন কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর