লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক রফিকুল ইসলামকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে আহত ওই সাংবাদিককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে নিজ বাসভবনে ডেকে নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন আহত ওই সাংবাদিক। তিনি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ পত্রিকার সম্পাদক।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রফিকুল ইসলাম জানান, টিআর কাবিখা প্রকল্পের বরাদ্দ নিয়ে একটি প্রতিবেদন তৈরী করতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে তথ্য চান তিনি। এসময় তার এলাকা উত্তর জয়পুরের বরাদ্দ নিয়েও জানতে চান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ বিষয়টি জানিয়ে দেন। এর জের ধরে চেয়ারম্যান রফিকুলকে ডেকে নিয়ে তিনি নিজে ও তার সহযোগীদের লেলিয়ে দিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাংবাদিককে মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এ ধরণের কোন ঘটনা সম্পর্কে তিনি অবহিত নন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে তার ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে বেদম মারধর করে টয়লেটে আটকিয়ে রাখার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল