প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন পালন উপলক্ষে শুক্রবার টুঙ্গিপাড়ার ৮ জন দুস্থ ও গরীব লোকদের মধ্যে ৩টি রিকশা ও ৫ টি ভ্যান বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব রিকশা ও ভ্যান বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এসব রিকশা-ভ্যান বিতরণ করেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী মোনাজাতে অংশ নেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন