বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে স্বামী হত্যার দায়ে আটক হয়েছেন এক স্ত্রী। নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার এবং স্ত্রী বানুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, স্ত্রী বানু খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে রাতের খাবার খাওয়ান স্বামী জাকির হোসেনকে। পরে অচেতন হয়ে পড়লে ইট বা অন্য কিছু দিয়ে তার মাথায় আঘাত করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানন ওসি খায়রুল বাশার।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন