কুমিল্লার মুরাদনগর উপজেলায় অপহরণকারী চক্রের হামলায় প্রাণ গেল অপহৃত শাহনাজের চাচা ইয়াসিন মুন্সীর (৫৫)। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
শুক্রবার রাত ৮টায় মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নোয়াখলা গ্রামে সফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মুন্সী কুমিল্লার দেবীদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে।
আটকরা হলেন, দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের হাসান খানের ছেলে মনির খান (৩৩) ও একই গ্রামের বজলুর রহমানের ছেলে কাউছার মিয়া (৪০)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন