ঢাকার ধামরাই পৌরসভার রথখোলা মহল্লায় দুর্গার সবচেয়ে বেশি ব্যয়বহুল প্রতিমা গড়েছেন এক ব্যবসায়ী। কাসা-পিতলের ব্যবসায়ী সুকান্ত বণিক অষ্টধাতু দিয়ে তৈরি করেছেন দুর্গার প্রতিমা।
অষ্ট ধাতুর মধ্যে রয়েছে- সোনা, রুপা, পারদ, তামা, লোহা, শিষা, রাং ও দস্তা।
সুকান্ত বণিক জানান, এটা আমাদের পারিবারিক পূজা মণ্ডপ। প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করে আমি অষ্টধাতু দিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি করিয়েছি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন