গোপালগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে জেলা শহরের পাচুড়িয়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূজা দর্শনার্থীদের নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জ থেকে যাওয়ার পথে পাচুড়িয়ায় বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাস ও মোটরসাইকেলের তেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়। এতে ৩ জন আহত হন। পরে খবরে পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল