বাগেরহাটের মংলা উপজেলায় শনিবার ভোরে হরিণের চামড়াসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। তার নাম ইমাম হোসেন, বয়স ২৩ বছর। উপজেলার পশুরনদীর লাউডোব খেয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এমএইচআই সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে লাউডোব ঘাট একালায় অভিযান চালিয়ে ইমামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থার জন্য পাচারকারীকে চামড়াসহ পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
আটক ইমাম খুলনার দাকোপ থানার লাউডোব গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ