ঝালকাঠির নলছিটি উপজেলোর ষাটপাকিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে অপস অ্যান্ড ইন্টিলিজেন্স উইং ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলোর ষাটপাকিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন- নলছিটির ষাটপাকিয়া এলাকার জালাল মুন্সির ছেলে রুমান আকন (১৯), রায়পাশা এলাকার গোলাম মোস্তফার ছেলে রায়হান খান (২৫) ও বড়প্রেমহার এলাকার আব্দুর জব্বার হাওলাদার নাঈম হাওলাদার (২২)।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ