ফরিদপুরের ভাংগা উপজেলার ব্যবসায়ী নিখোঁজ কলম মাতুব্বরের উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে স্থানীয় ভাংগা উপজেলার ঘারুয়া বাজারে আধা ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর, ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্যা, আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক তৈয়াবুর রহমান, অধ্যাপক এম এ ওয়াজেদ, ভাংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ শামীম প্রমূখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কলম মাতুব্বর দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকলেও পুলিশ এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি। কলম মাতুব্বর খুঁজে বের করার দাবি জানান তারা। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর নিখোঁজ হয় পাট ব্যবসায়ী কলম মাতুব্বর। এ ঘটনায় ভাংগা থানায় একটি অপহরণ মামলা হলেও পুলিশ এ ঘটনার কোন কুল কিনারা করতে পারেনি।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ