সুনামগঞ্জের ধর্মপাশায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাহার উদ্দিন, বয়স ২৫ বছর বলে জানা গেছে। উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাহারের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমতে যায় বাহার। সকালে তার ঘরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পেছনে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা প্রাথমিকভাবে তা জানা যায়নি।
বাহার উদ্দিন কান্দাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ