পূর্ব শত্রুতার জেরে পটুয়াখালীর বাউফলে মঈন খান নয়ন নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বাউফল থানা পুলিশ। ভোর রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন কেশবপুর এলাকার মোসলেম উদ্দিন খানেরর পুত্র এবং কেশবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, দিবাগত ভোর রাত ৪টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে বসতঘরে ঢুকতেই নয়ন বুঝতে পেরে ডক-চিৎকার শুরু করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর জখম করে। এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নয়নকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি আযম খান ফারুকি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল