'এখানে কি? বলেই থাপ্পর, পিস্তল উচিয়ে নেতা অপহরণ' শিরোনামে শনিবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতার শেষ কলামে খবর প্রকাশিত হয়।
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক কর্তৃক আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে বাঁশগাড়া পূজা মণ্ডপের মঞ্চে মারপিট ও অপহরণ করে মুক্তিপণ আদায় ও সাদা স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনা ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়।
এ খবর প্রকাশ হওয়ায় সাবেক এমপি ইমদাদুল হকের ক্যাডাররা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পত্রিকা পৌঁছার সাথে সাথেই হকারদের নিকট হতে ১৫শ' কপি পত্রিকা নিয়ে নেয়। তারা জানায়, এই পত্রিকা বিলি করা যাবে না।
এ ঘটনা আজ পীরগঞ্জ উপজেলা সমগ্র জেলায় আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। এলাকার নিয়মিত পাঠকের পাশাপাশি সাধারণ পাঠকরাও বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহের জন্য এজেন্টের অফিসে ভিড় করছেন।
এজেন্ট নশরতে খোদা রানা জানান, সব পত্রিকা এরইমধ্যে বিক্রি হয়ে গেছে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা