দিনাজপুরের চিরিরবন্দরে সাধারণ জনগণের দোড়গোরায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে বসানো হয়েছে অভিযোগ বক্স। যা প্রতি সপ্তাহে একবার খোলা হবে। বিভিন্ন অভিযোগ দেয়ার জন্য জন্য যেসব মানুষ থানা পর্যন্ত আসতে পারে না, মূলত এ সেবা তাদের জন্যই বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ পুলিশ চিরিরবন্দর থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন হাটে ও বাজারে অর্থাৎ যেখানে মানুষের নজরে পড়বে এমন জায়গায় এসব অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর সুইহারী বাজারে সৈয়দপুর বাস ষ্টেপজে কড়ই গাছে অভিযোগ বক্স স্থাপন করা হয়।
এসময় চিরিরবন্দর থানার ওসি মোঃ হারেসুল ইসলাম জানান, মাদকসেবী, মাদকস্পট, জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, জঙ্গি আস্তানাসহ সকল অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে গোপনে জানতে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম এর নির্দেশে চিরিরবন্দর উপজেলার ৭টি পয়েন্টে এসব অভিযোগ বক্স বসানো হয়েছে।
তিনি সাধারণ জনগণকে গোপনে তথ্য দেয়ার অনুরোধ জানিয়ে আরো বলেন, উপজেলার সার্বিক আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ও সর্বোপরি শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য আমরা প্রতিনিয়ত তদারকি করছি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, তেতুঁলিয়া ইউপি চেয়ারম্যান সুনীল সাহা, নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন ও পুনট্টি ইউপি চেয়ারম্যান নুরে কামাল, ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল