পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্যজীবী জেলে ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই। মা ইলিশ ধরা বন্ধ করুন, জাটকা ইলিশ রক্ষা করুন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ উপজেলা পরিষদ থেকে এক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি উপজেলা শাখার সভাপতি আ. সালাম বিশ্বাসের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান, উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।
একই দিনে মহিপুর মৎস্য বন্দরে আড়ত মালিক গাজী ফজলুর রহমানের সভাপতিত্বে এবং আলীপুরে চেয়ারম্যান আনাছার উদ্দিন মোল্লার সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিজামপুর কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ও নৌ-পুলিশ সদস্যরা এসব সভায় অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার