বগুড়ার কাহালুতে এবিসি টাইলস কারখানায় পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিক রাসেলকে (২০) হত্যার অভিযোগে নিহতের পিতা আব্দুল হান্নান কাহালু থানায় মামলা দায়ের করেছেন। আজ শনিবার পুলিশ এই মামলায় গ্রেফতারকৃত রুবেলকে আদালতে প্রেরণ করে ৭দিন রিমান্ড চেয়েছে।
বগুড়ার কাহালু থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, রাসেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় কারখানা শ্রমিক কাহালুর কালাই নওদাপাড়ার জাহাঙ্গীরের ছেলে মোঃ রুবেলকে (২৩) পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলায় তাকে ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে এবিসি টাইলস নামে একটি কারখানায় বাতাস দিয়ে যন্ত্রাংশ পরিস্কারের শ্রমিক হিসাবে কাজ করতো কাহালুর বীরকেদার গ্রামের আব্দুল হান্নানের ছেলে রাসেল। একই কারখানায় রাসেলের সাথে আরো বেশ কয়েকজন কাজ করতো।
গত বৃহস্পতিবার নৈশকালিন ডিউটি করে শুক্রবার সকাল ৮টায় রাসেল এর ডিউটি শেষ হয়ে যায়। কারখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে অপর শ্রমিক রাসেলের পায়ুপথে বাতাস দেয়। এর কিছু পরে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে কারখানার শ্রমিকরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয়। সে চিকিৎসাধীন অবস্থায় সে শুক্রবার দুপুরে মারা যায়। রাসেলের পিতার এক হাত নেই। ছোট একটি ভাই ও মা রয়েছে। পরিবারের আয়ের একমাত্র উপার্জনক্ষম ছিল রাসেল।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর