সবকিছু ঠিকঠাক থাকলেও প্রবল বর্ষণের ফলে প্রতিমা বিসর্জন নিয়ে দ্বিধা-দন্দ্বে রয়েছে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদ। সেই পরিষদের কেউ চাইছেন আজই হোক প্রতিমা বিসর্জন। আবার কেউবা চাইছেন আগামীকাল রবিবার দেবী দূর্গাকে বিদায় দিতে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সংকর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা বর্ষণের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সন্ধ্যা ৬ টায় আমাদের কমিটির সাথে জেলা প্রশাসকের একটি বৈঠক হবার কথা রয়েছে। সেখানেই বিষয়টি চূড়ান্ত করা হবে।
এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ময়মনসিংহ সদর ছাড়া সব উপজেলাগুলোতে প্রতিমা বিসর্জন চলছে।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় এবার মোট ৭৩০ টি পূজা মন্ডপ রয়েছে। আর সদরে ৫৬ টি মন্ডপ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর