অস্ত্র ও মাদক চোরাকারবারীর ঘটনায় সহযোগীদের দেয়া তথ্য অনুযায়ী মূল হোতা রাজউকের কর্মচারী অস্থায়ী কম্পিউটার অপারেটর আবু নাছেরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ ডিবি জানায়, রাজধানীর উত্তরখান এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি। এর আগে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ৯২ হাজার পিছ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার মামলায় গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও মাদক চোরাকারবারীর মূল হোতা নাছেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার