নেত্রকোনা শহরের বড়বাজার মুক্তি সংঘ পূজামণ্ডপে মদ্যপান করে বিশৃঙ্খলার সৃষ্টি করে কিছু যুবক। এতে আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) ৫ জন। পরে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে নুরুল ইসলাম ও তার ছেলে পিয়াস ইসলামকে আটক করে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন, বড়বাজার এলাকার বাসিন্দা সঞ্জয় সাহা, তার ছোট ভাই অমিত সাহা, দ্বীপ সাহা ও এলাকাবাসী বেলায়েত হোসেন শাওন।
প্রতক্ষদর্শীরা জানান, রাতে প্রতিমা বিসর্জনের শেষমুহূর্তে পরিবারপরিজন নিয়ে পূজামণ্ডপে দাঁড়িয়ে চলছিল প্রতিমা দর্শন। এমন সময় কিছু মদ্যপ এসে বেপরোয়া নাচ ও আবোলতাবোল কথা বলে বিশৃঙ্খলা শুরু করে। সঞ্জয় ঘটনার প্রতিবাদ করলে মদ্যপরা বাঁশের খুঁটি হাতে নিয়ে উপস্থিত সবার উপর অতর্কিত হামলা করে।
এসআই আল-আমিন জানান, মদ্যপদের ছোড়া ঢিলের আঘাতে তিনি আহত হন। আহত হয়ে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর