সাগর-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা না মানার অপরাধে ৬ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষখালী-বলেশ্বর নদীর মোহনা থেকে রবিবার ভোরে ৩টি নৌকাসহ তাদের আটক করা হয়। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদা ৫ জনকে ২ বছর করে কারাদণ্ড ও একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ইউএনও শাহ মো. কামরুল হুদা জানান, বঙ্গোপসাগরের মোহনা বিশখালী নদী এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জাটকা ইলিশ ও তিনটি নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমনা করা হয়। এছাড়াও জব্দ করা মাছগুলো এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামের মো. কাঞ্চন হাওলাদারের ছেলে কাইয়ুম (১৩), কবির খানের ছেলে মাহবুব (১৮), মৃত মো. আলী খানের ছেলে আবু হানিফ, মৃত হাসেম ফকিরের ছেলে আফজাল (৮০) ও কুমিরমারা গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল (১৮), হাতেম ফকিরের ছেলে ছালাম (৪৬)।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষার্থে ০১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পযর্ন্ত ইলিশ আহরণ, বাজারজাত, বিক্রি, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ