ময়মনসিংহে নারী পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। শনিবার দিনগত গভীর রাতে শহরতলীর শম্ভুগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুর রহিম (৬০) ও জোবেদা খাতুন (৪৫)। এসময় তাদের কব্জা থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। তাদের বয়স ১৮ থেকে ১৯।
ময়মনসিংহ র্যাব-১৪'র মিডিয়া শাখার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ