নওগাঁ সদর উপজেলায় ২০ বোতল ফেনসিডিলসহ শ্রীমতি টুনিয়া মহত (৪৬) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সকাল ৯ টার দিকে উপজেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীমতি ওই মহল্লার মৃত অজিত মহতলতের স্ত্রী।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে নুনিয়াপাড়ায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ শ্রীমতিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম। তিনি বলেন, শ্রীমতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠনো হবে।
বিডি প্রতিদিন/১ অক্টোবর ২০১৭/হিমেল