বগুড়ার মোকামতলায় একটি বিদেশি পিস্তলসহ নবাব আলী (৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত দিনাজপুরের ফুলবাড়ী থানার কাটাবাড়ী গ্রামের মৃত. নুরু মন্ডলের ছেলে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় সঙ্গীয় ফোর্সসহ দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ তল্লাশী করে পিস্তলসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি ভারত থেকে পিস্তলটি সংগ্রহ করে গাজীপুরে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৭/মাহবুব