ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার ১ বছর পূর্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পাটিয়াডাঙ্গী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, উপজেলা নির্বাহী অফিসার আসলাস মোল্লা, রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলামসহ বক্তারা বলেন, এক বছর আগে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছিল। ঘোষণার পরে সকলের সহযোগীতায় এই ইউনিয়নে একটিও বাল্য বিবাহ হয়নি। এটাই আমাদের সফলতা।
এসময় বক্তারা আগামী দিনেও এ প্রতিজ্ঞা অব্যাহত রাখার অনুরোধ জানান ইউনিয়নবাসীকে। সেই সাথে নতুন করে ইউনিয়নটিতে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা দেন তারা। এসময় আমন্ত্রিত অতিথিরা সহশ্রাধিক শিক্ষার্থীকে নেপকিন ও টিফিন বাটি বিতরণ করেন।
এর আগে স্কুল মাঠ থেকে বাল্য বিবাহ রোধে একটি র্যালি বের হয়ে সড়ক পরিদর্শন করে আলোচনা সভায় যোগ দেয়।
বিডি প্রতিদিন/১ অক্টোবর ২০১৭/হিমেল