নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে সমাহিত হলেন মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহত ল্যান্স কর্পোরাল জাকিরুল ইসলাম। রবিবার রাতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কংস নদের পাড়ে তাকে দাফন করা হয়।
এর আগে সন্ধ্যা ৬টায় মেজর ফারহাত আন নাইমের নেতৃত্বে ২৫ সদস্যের সেনাবাহিনীর টিম লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে জারিয়া গামে পৌঁছে। লাশবাহী দেখামাত্র শুরু হয় স্বজনদের আহাজারি। এসময় তাকে এক পলক দেখতে ভিড় এলাকাবাসী।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মালিতে বিদ্রোহীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে ল্যান্স করপোরাল জাকিরুলসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চার বাংলাদেশি শান্তিরক্ষী।
জাকিরুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া পূর্বপাড়া সরকার বাড়ির কৃষক সাফির উদ্দিন সরকারের ছেলে।
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৭/আরাফাত