নাটোরের নলডাঙ্গায় রবিবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪৮) নিহত হয়েছেন। উপজেলার বাসুদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশের একটি ব্রিজ পার হচ্ছিলেন তিনি। এসময় ঢাকাগামী লালমনি একসপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার